জুন ৭, ২০২১
২১ জুনই হচ্ছে তালা-কলারোয়ার ২১ ইউপি নির্বাচন
ডেস্ক রিপোর্ট: আগামী ২১ জুন প্রথম ধাপের স্থগিত ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত অনুয়ায়ী সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। এদিকে সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন থেকে জেলায় লকডাউন চলছে। প্রথম পর্যায়ের এ লকডাউন চলবে ১১ জুন পর্যন্ত। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আসা চিঠিতে উল্লেখ রয়েছে, লকডাউন পরিস্থিতিতে রাজনৈতিক ও সামাজিক জমায়েত করা যাবে না। ভোটগ্রহণ হবে ২১ জুন। তবে প্রচার-প্রচারণা কিভাবে হবে সেটি বলতে পারব না। সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জানান, ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোটগ্রহণ ১১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে সেটি স্থগিত হয়ে যায়। এরপর ৩ জুন নির্বাচন কমিশনের সভায় আগামী ২১ জুন ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরা জেলার চলমান লকডাউনের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। জেলার লকডাউনের চিঠি খুলনা বিভাগীয় নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছিল। তবে রোববার (৬ জুন) নির্বাচন কমিশন চিঠির মাধ্যমে জানিয়েছে ২১ জুন ভোটগ্রহণ হবে। প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা প্রস্তুতি রয়েছি। লকডাউনের মধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণা কিভাবে চালাবেন এ বিষয়ে কোনো নির্দেশনা রয়েছে কি না এ প্রশ্নে নির্বাচন কর্মকর্তা বলেন, প্রচার-প্রচারণা কিভাবে করবে আমি জানি না, নির্বাচন কমিশন জানে। তবে স্বাস্থ্যবিধি মেনে প্রচার-প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ হবে। ভোটের সময়ও যদি লকডাউন পরিস্থিতি চলমান থাকে তবে স্বাস্থ্যবিধি মেনেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিল্লুর রহমান বলেন, নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত দেয় ভোটগ্রহণ হবে তবে ভোটগ্রহণ চলবে। সেটির ব্যাপারে সিদ্ধান্ত দিবেন নির্বাচন কমিশন। কমিশন যেভাবে সিদ্ধান্ত দিবেন সেভাবেই ভোটগ্রহণ চলবে। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০টি ও তালা উপজেলার ১১টি ইউনিয়নে। তালা উপজেলার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেশরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী ইউনিয়ন। কলারোয়া উপজেলায় কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
8,604,600 total views, 12,479 views today |
|
|
|