জুন ১, ২০২১
সদর দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ জুন) দুপুরে দলিল লেখক সমিতির কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার এ এস এম মাকছুদ খান। শপথ শেষে সদর দলিল লেখক সমিতির পূর্বের কমিটির সভাপতি মো. রুহুল কুদ্দস এবং নির্বাচন কমিশনার নব নির্বাচিত সভাপতি মো. হায়দার আলী ও সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেনের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। উল্লেখ্য, গত ৭ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দলিল লেখক সমিতির সদ্যস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয় মো. হায়দার আলী, সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয় শেখ আজাদ হোসেন। এছাড়া সহ-সভাপতি পদে জি.এম আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে মো. নাহিদ সুলতান শাহিন, দপ্তর সম্পাদক পদে মো. আতাউর রহমান, প্রচার সম্পাদক পদে মো. আবু হাসান, (স্থায়ী) কোষাধ্যক্ষ পদে শাহজাহান আলী, অডিটর হিসেবে শেখ মাহাবুব উল্লাহ, কার্যকরী সদস্য পদে মো. হাফিজুর রজমান, এস এম ওমর ফারুক, শামসুর রহমান ওরফিকুল ইসলাম দিপু নির্বাচিত হয়। 8,771,931 total views, 3,654 views today |
|
|
|