জুন ২৮, ২০২১
শ্যামনগরে মিনি সুন্দরবনের অর্ধশত গাছ কাটার অভিযোগ
সালাউদ্দীন বাপ্পী, শ্যামনগর: উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরার চরের ম্যানগ্রোভ প্রজাতির অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে । এ কাজের সাথে আসমাউল ও আশরাফুল নামে দুই ব্যক্তি সরাসারি জড়িত বলে জানিয়েছে প্রত্যক্ষ দর্শী আব্দুর রাজ্জাক, রেজাউল ও এনামুল। তারা তাদের মিনি সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষ কেটে মিনি সুন্দরবন সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের ভিতর মজুত করতে দেখে। পরে প্রত্যক্ষদর্শীরা ইউপি চেয়ারম্যান শেখ আল-মামুন ও সদস্য জি এম নুরুজ্জামানকে অবহিত করে। ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক গ্রাম পুলিশ (চৌকিদার) শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়ে কর্তন করা কাঠ জব্দ করে। এ সময় গ্রাম পুলিশ ঘটনার সাথে জড়িত আসমাউল ও আশরাফুলকে ঘটনাস্থলে উপস্থিত করে। ঘটনার সাথে জড়িতরা কর্তন করা কাঠ নিজেদের কব্জায় নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। চেয়ারম্যান সাহেবের নির্দেশে গ্রাম পুলিশ রাত্র ৩ টা ৪৫ মিনিটে ইঞ্জিন ভ্যান যোগে কাঠগুলি ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এ ব্যাপারে চেয়ারম্যান শেখ আল মামুনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং আগামীতে যাহাতে এধরণের ঘটনা আর না ঘটে সে জন্য দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সাংবাদিক ইমন জানান, নদীর চরে সরকারের খাস জমিতে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশনাকে অবজ্ঞা করে যারা এহেন গর্হিত কাজ করেছে তারা দেশ ও জাতির শত্রæ। তিনি এ সুন্দরবন রক্ষার সকলের সহযোগিতা কামনা করেন এবং এ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদ সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় জনসাধারণরা জানান, প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাবাসীকে রক্ষা পেতে এই মিনি সুন্দরবন কে বাঁচিয়ে রাখতে হবে। 8,638,016 total views, 3,015 views today |
|
|
|