জি এম মাছুম বিল্লাহ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি নদীতে যৌথ অভিযানে অবৈধ নেট জাল ও রশি আটক করেছে। অভিযানের অংশগ্রহণ করেন বনবিভাগ, নৌপুলিশ ও কোষ্টগাড। ২৫শে জুন (শুক্রবার) সকাল নয়টায় চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়ে ৯৭ হাজার মিটার অবৈধ নেট জাল ও ৪৮৭০কেজি জাল ধরা রশি আটক করে। আটককৃত অবৈধ নেট জাল মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ীর পাশের বেড়ীবাঁধের উপর আগুন দিয়ে সকলের উপস্থিতে পুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী। তবে স্থানীয় জেলেদের অভিযোগ সুন্দরবনের পাশ বন্ধ থাকায় জাল নৌকা পরিষ্কার করে লোকালয় বেড়ীবাঁধদের বাইরে রাখা ছিল।
যৌথবাহিনী সেখান থেকে জাল নিয়ে এসে আগুন দিয়ে পড়িয়ে দিয়েছে। জেলে শোকর আলী বলেন,বনে পাশ বন্ধ থাকায় আমরা জাল নৌকা ধুয়ে বাড়ির সামনে রেখে দেই। সেখান থেকে কোষ্টগাড, বনবিভাগ ও নৌ পুলিশের সদস্যরা জাল আর রশি নিয়ে পুড়িয়ে দিয়েছে। সিংহড়তলী গ্রামের ফজিলা বলেন, কিছুদিন পূর্বে কোস্টগার্ডের সাথে ঝামেলা হওয়ার কারণেই এই অভিযান বলে মনে করেন। কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সাঈদ বলেন, অবৈধ ভাবে নদীতে নেট জাল ধরায় আমরা সুন্দরবনের চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়ে ৯৭ হাজার মিটার অবৈধ নেট জাল ৪৮৭০কেজি জাল ধরা রশি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমাদের এই অভিযান চলমান থাকবে। তবে এ বিষয়ে কোস্টগার্ড ও নৌ-পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।