চুকনগর প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান মো. সাজ্জাত আলীর অবসর গ্রহণ উপলক্ষ্যে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কলেজের গণহত্যা অডিটোরিয়ামে বিদায়ী স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম ব্রাউন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক এসএম জুলফিকার আলী জুলু, অধ্যাপক ডঃ সাঈদুর রহমান, অধ্যাপক আনন্দ কুমার সরকার, অধ্যাপক কল্যান কান্তি হালদার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক নিকুঞ্জ বিহারী মন্ডল, অধ্যাপক নার্গিস হুসাইন, অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক আব্দুল গফফার মোল্যা, প্রভাষক নিমাই কৃষ্ণ মলি¬ক, অফিস সহকারী তাপস ঘোষ প্রমুখ। বিদায়ী অনুষ্ঠানে লাইব্রেরীয়ান মো. সাজ্জাত আলী তার শুভেচ্ছা বক্তব্যে কলেজের প্রতি কৃজ্ঞত প্রকাশ করেন। এসময় কলেজের পক্ষ থেকে তিনি ফুলের শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করেন। এছাড়া চুকনগর কলেজ এমপ¬য়ীজ প্রভিডেন্ট ফান্ড এর পক্ষ থেকে কল্যান ভাতার একটি চেক অধ্যক্ষ মনিরুল ইসলাম বিদায়ী লাইব্রেরিয়ান মো. সাজ্জাত আলীকে প্রদান করেন।
লাইব্রেরিয়ান সাজ্জাত আলীর অবসর গ্রহণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/