কার্তিক আচায্য,ইসলামকাটী(তালা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় কঠোর বিধিনিষেধ দেয়ে চলছে ৫ই জুন থেকে লকডাউন। লকডাউনের ৬ষ্ট দিনে এসে দেখা যায় বেশির ভাগ যায় গায় সাধারণ জনগন মানছে না লকডাউন, কিছু প্রপার বাজার ছাড়া লকডাউনের তেমন কোন প্রভাব পড়েনি এ ব্যাপারে প্রশাসন তেমন ভূমিকা পালন করছে না ঢিলেঢালাভাবে চলছে লকডাউন, সকাল ৯ টা থেকে ১২টা পযন্ত ব্যাবসা প্রতিষ্টান খুলা রাখার কথা থাকলেও দেখা যাচ্ছে রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকছে, এ বিষয়ে দোকান দার দের সাতে কথা বলে জানা যায় দোকান বন্ধ থাকলে খাব কি তার পরে কিস্তির টাকা দেব কীভাবে,লকডাউন দিছে কিন্তু কিস্তি তো বন্ধ করেনি কিস্তি আলারা সকাল হলেই তো টাকা নিতে চলে আসছে, দোকান খুলতে পারিনি টাকা দেব কি করে কিন্তু এনজিও প্রতিনিধি বলছে আমাদের কোন লকডাউনের বিধি নিষেধ নেই। তায় দেখা যাচ্ছে লকডাউন চলছে ঢিলেঢালা ভাবেই।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/