নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সাধারণ মানুষের সুরক্ষায় লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমেছেন। সাধারণ মানুষকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না আসার আহ্বান জানাচ্ছেন। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারেও উৎসাহিত করছেন। জেলার ৮টি থানার পুলিশি কার্যক্রম মনিটরিং ও লকডাউন পরিস্থিতি পরিদর্শন করছেন। সার্বক্ষণিক নজর রাখছেন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর। লকডাউনের দ্বিতীয় দিনে তিনি সাতক্ষীরার দেবহাটা এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, গণমানুষকে আরো সচেতন হতে হবে। এখনও প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছেন। কঠোর অবস্থানে জেলা পুলিশ। বেআইনিভাবে চলাফেরার জন্য মামলা, জরিমানা এবং গাড়ি জব্দ করা হচ্ছে। লকডাউন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।