জুন ২২, ২০২১
রামনগরে মসজিদের ছাদ ঢালাই
কৃষ্ণনগর (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে দৃষ্টি নন্দিত খাতুন এ জান্নাত জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন আল্লামা মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী। ২২ জুন মঙ্গলবার সকাল ৯ টার সময় তিন তলা বিশিষ্ট প্রথম তলার ছাদ ঢালাই শুরু করেন। নির্মাতারা জানান, এই মসজিদে প্রথম তলার খরচ হতে পারে ৮০ লক্ষ টাকার। ছাদের আয়তন চার হাজার পাঁচ শত বর্গফুট। এখানে ২৩ হাজার ইটের খ, ৪০০ বস্তা সিমেন্ট, এক হাজার পাঁচশত ফুট বালী লাগবে বলে ধারনা দিয়েছেন ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম। এছাড়া এই মসজিদে সমস্ত কাজের পরিচালনা ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম। এই মসজিদে নির্মাণ কাজ করছে গাজী কনেকটেশন প্রোঃ তুহিন গাজী,এ ছাড়া এই মসজিদে ডিজাইনের করেছেন কবির অ্যান্ড এসোসিয়েট লিমিটেড ঢাকা। এছাড়া এখানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মুফতি শাহিনুর রহমান, সহ কারী মৌলুবী মাওলানা আব্দুল আজিজ আল কাদেরী, কৃষ্ণনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ, অবসর প্রাপ্ত (বি জিবি) আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ, আলহাজ্ব মতিয়ার রহমান, শেখ শহিদ, মাওলানা আরিফ বিল্লাহ, গোলাম মহিউদ্দিনসহ এলাকার সুভাক্ষাখীরা উপস্থিত ছিলেন।
8,645,344 total views, 1,696 views today |
|
|
|