Site icon suprovatsatkhira.com

বুধহাটার স্মৃতি বটবৃক্ষ উপড়ে সড়কে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নে কালের স্বাক্ষী হয়ে বেঁচে থাকা বৃহদাকৃত্রির বটবৃক্ষ উপড়ে পড়েছে। শনিবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে বৃক্ষটি সড়কের উপর উপড়ে পড়লে সড়কটি বন্ধ হয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত বটগাছ অপসারণ না করায় সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধহাটা ইউনিয়নের সু-পরিচিত বসাক পরিবারের সুদৃশ্য পুরনো অট্টালিকার কাছাকাছি বুধহাটা টু শোভনালী সড়কে শ্বেতপুর-বেউলা সীমানায় অবস্থিত বটবৃক্ষটির বয়স কত তা সঠিক করে কেউ বলতে না পারলেও ২০০ বছরের অধিক, এমনকি ৩/৪ বছর বয়স হতে পারে বলে প্রবীণদের ধারণা।

একটানা বৃষ্টিপাত ও হালকা হাওয়ায় বয়সের ভারে ন্যুব্জ বটবৃক্ষটি উপড়ে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে উপস্থিত হয় এবং পরিদর্শন শেষে তারা ফিরে যায়। এ ব্যাপারে আশাশুনি ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, আমাদের ইকুমেন্ট নাই। এজন্য আমরা সেখানে যায়নি। সাতক্ষীরা ফায়ার সার্ভিস অফিস থেকে সেখানে যেতে পারে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন বলেন, তিনি অসুস্থ। ফায়ার সার্ভিস না সরাতে পারলে বিষয়টি ডিসি মহোদয়কে অবহিত করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version