Site icon suprovatsatkhira.com

বাঘের আক্রমণে নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা

জি এম মাছুম বিল্লাহ: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ। বৃহস্পতিবার (১৭জুন) বন বিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসার নিহত পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষয়ক্ষতি পূরণ বিধিমালা ২০২১ মোতাবেক সাতক্ষীরা রেঞ্জের কম্পার্টমেন্ট ৪৮ আওতায় দুইজন বাঘে আক্রান্ত হয়। সহকারী বন সংরক্ষক এম এ হাসানের সভাপতিত্বে গত ১৬ মার্চ ও ১৪ ই এপ্রিল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কম্পার্টমেন্ট ৪৮ আওতায় দুইজন বাঘে আক্রান্ত আক্রমণে নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন নিহত মৌয়াল হাবিবুরের স্ত্রী হাজরা ও নিহত আবুল কালামের স্ত্রী খুকুমণি খাতুন। বাঘে আক্রমণে নিহত হাবিবুরের স্ত্রী হাজরা বিবি জানান, আমরা বহু কষ্টে দিনযাপন করেছিলাম বন বিভাগের একান্ত প্রচেষ্টায় তিন লক্ষ টাকা পাওয়ার পরে আমি আমার পরিবারের সন্তানদেরকে ভবিষ্যৎ করতে পারবে বলে বিশ্বাস করি।বাঘের আক্রমণ নিহত বাওয়ালি আবুল কালামের স্ত্রী খুকুমণি জানান, আমি স্বামী হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছিলাম বন বিভাগের টাকা আমার সংসার আশার প্রদীপ জ্বেলে দিয়েছে। ক্ষতিপূরণের চেক পেয়ে হাস্যজ্জল পরিবার দুটি বন বিভাগসহ সরকারি পৃষ্ঠপোষকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version