জুন ১, ২০২১
পদ্মপুকুরে জেলা আওয়ামী লীগের ত্রাণ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াস এর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার(০১ মে) বেলা ১২টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান(মহিলা) খালেদা আইয়ুব ডলি সহ জেলা এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 8,415,080 total views, 3,233 views today |
|
|
|