Site icon suprovatsatkhira.com

দোকান খুলে রাখায় ইউপি সদস্যের দন্ড

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সরকারি নিয়ম অমান্য করে দোকান খুলে রেখে আড্ডা দেওয়ায় অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ইউপি সদস্যকে জরিমানা করা হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম সদর কুশুলিয়া ইউপি’র ২ নম্বর ওয়ার্ড সদস্য খায়রুল আলমকে এ জরিমানা করেন। জানা যায়, করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় চলছে লকডাউন।

প্রশাসন মাঠ পর্যায়ে কঠোর ভূমিকায়। তবে অনেকেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিনা কারণে ঘুরে বেড়াচ্ছে। এমতাবস্থায় শনিবার রাত ৮ টার দিকে কালিগঞ্জের থানা রোড এলাকাসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম । ওই সময়ে উপজেলা সদর কুশুলিয়া ইউপি’র ২ নম্বর ওয়ার্ডের মেম্বর খায়রুল আলম নিজে চায়ের দোকান খুলে রেখে লোকজন নিয়ে বসে আড্ডা দিচ্ছিলেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ১ হাজার টাকা জরিমানা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version