নিজস্ব প্রতিবেদক: টানা পঞ্চমবারের মতো খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আমিনুল হক। সোমবার (৭ জুন) সভাপতি পদে নির্বাচনে একজন মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন বোর্ড তাকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করেন। একইভাবে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির দুটি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদেরও বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু ও মোস্তফা জেসান ভুট্টো। এর আগে গত ৯ মে পরিচালকের ২৪টি পদে সবাই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। পরিচালকদের ভোটে সোমবার সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় ভোট হয়নি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/