Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে কালভ্যার্ট ভেঙে আটকে গেলে গাড়ির চাকা

কৃষ্ণনগর (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালভার্ট ভেঙে গাড়ির চাকা আটকে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে পথচারীদের। এ অবস্থা যেন নিত্যদিনের ওই একটি মাত্র কালভার্টের কারণেই। কৃষ্ণনগর ইউনিয়নের বাজারের প্রবেশ পথের কালভ্যার্ট ভেঙ্গে রাস্তায় চলাচল কারি যানবাহন পড়ে পথচারীদের চলাচলের সমস্যাটি গতকাল রবিবার সকালের। জানা গেছে, বাজারের প্রবেশ পথটি কার্পেটিং হয় ২০০৫ সালে। বর্তমানে খানপুর থেকে ৫ কিলোমিটার রাস্তাটির একাধিক স্থানে খানা গর্ত।

কার্পেটিং কোথাও আছে কোথাও নেই। প্রায় তিন চার বছর ধরে খুবই খারাপ অবস্থা। মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকির মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে। ভাঙাচোরা রাস্তা ও খানা গর্তের কারণে যে কোনে সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভোগান্তিতে কালভার্টটি নিয়েও। ভুক্তভোগীদের অভিমত রাস্তাসহ কালভার্টটি দ্রæত সংস্কার করা হোক। অন্যথায় বর্ষার মৌসুমে রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারবে না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version