Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের বিষ্ণুপুরে মানববন্ধন

কৃষ্ণনগর (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে নৌবাসপুর গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করা আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন বুধবার বিকাল ৩ টা সময় বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাসপুর গ্রামে হারুন এগ্রিকালচার ফার্মের পুকুরের পাশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১২ জুন রাতে কে বা কাহারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে উঠে দেখে তার ফার্মের পুকুরে বিভিন্ন জাতির মাছ মরে ভেসে উঠেছে। সে তার পুকুরে বিষের বোতল পায়। এ ব্যাপরে পুকুর মালিক কালিগঞ্জ থানায় অভিযোগ করে। যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা প্রভাবশালী। ওই প্রভাবশালীদের বিরুদ্ধে গতকাল এলাকার জন সাধারণ এই মানববন্ধন করেন। যারা এই পুকুরে বিষ প্রয়োগ করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবী করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ পরিদর্শক সেলিম রেজা জানান, এ ব্যাপারে লিখিত একটি অভিযোগ আছে। তবে কে বা কারা বিষ প্রয়োগ করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version