জুন ১৯, ২০২১
করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন পোস্ট মাস্টার আয়ূব আলী
নিজস্ব প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নড়াইল জেলা পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার শেখ আয়ূব আলী (৫০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত শেখ অবেদ আলীর ছেলে। করোনায় মৃত্যুবরণকারী আয়ূব আলীর ভাতিজা শেখ আমির আলী জানান, চাকরি সূত্রে নড়াইল থাকাকালিন তার চাচা করোনা উপসর্গ নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। এরপর গত ১০ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। ৩ দিন পর তার করোনা পজিটিভ আসে। প্রথমে নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার তার অবস্থায় আরও অবনতি হলে তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ২ টার দিকে মৃত্যুবরণ করেন। শনিবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয় বলে জানান তিনি। প্রসঙ্গত: করোনায় মৃত্যুবরণকারী শেখ আয়ূব আলী এরআগে সাতক্ষীরা জেলা পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। সদা হাস্যজ্জল সকলের পরিচিত এই মানুষটার মৃত্যুতে নিজ গ্রামসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। 8,646,250 total views, 2,602 views today |
|
|
|