মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরার বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে বদলিজনিত কারণে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২০ জুন) দুপুরে জেলা প্রশাসকের বাংলোর অফিস কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
এমপি রবি ঢাকাতে অবস্থান করায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র পক্ষ থেকে জেলা প্রশাসকের নতুন কর্মস্থলের শুভকামনা জানিয়ে ও আরো উন্নতি এবং নতুন উদ্যমে কাজ করতে উৎসাহ যোগাতে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এসময় এমপি রবির পক্ষ থেকে সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারী শেখ মাহফুজুর রহমান ও সদর এমপি মহোদয়ের বিশেষ সহকারী জিয়াউর বিন সেলিম যাদু শুভকামনা জানিয়ে এ শুভেচ্ছা ও উপহার বিদায়ি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।