জুন ১, ২০২১
উপক‚লের টেকসই বাঁধ নির্মাণের দাবী মহান জাতীয় সংসদে তুলে ধরব-এমপি রবি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে উপক‚লীয় উপজেলা শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ জুন ) দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা খেয়াঘাট এলাকায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরাবাসীর প্রাণের দাবী একটাই টেকসই বেড়ি বাঁধ। সাতক্ষীরার শ্যামনগর উপক‚লে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবী আমি মহান জাতীয় সংসদে তুলে ধরব। এই উপক‚লের মানুষ প্রতিবছর বিভিন্ন দুর্যোগে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ খাদ্য সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে।” এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ এ.কে. ফজলুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কমাল শুভ্র, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ত্রাণ উপ- কমিটির আহŸায়ক শেখ সাহিদ উদ্দিন, সদস্য সচিব অ্যাড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল গনি, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়য়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে এম ফাত্তাহ, নির্বাহী সদস্য নাজমুন নাহার মুন্নি, অ্যাড, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম (যাদু), কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আসিফ সাহবাজ খান, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ, জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সাবেক ছাত্র নেতা শেখ নিয়াজ মাহমুদ বিমান প্রমুখ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে উপক‚লীয় উপজেলা শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
8,415,087 total views, 3,240 views today |
|
|
|