Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্য মান আদালতে ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। শনিবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫ টায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ আদালত পরিচালনা করেন। এসময় স্বাস্থ্য বিধি না মানায় গোয়ালডাঙ্গা বাজারের কেরামত আলী গাজীর ছেলে মনিরুল গাজীকে ৫০০ টাকা, আতিয়ার রহমানের ছেলে খায়রুল ইসলামকে ১০০০ টাকা, তেঁতুলিয়া বাজারের আমজাদ সরদারের ছেলে আলাউদ্দীন সরদারকে ১০০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য জনসাধারণকে সচেতন করেন বিজ্ঞ বিচারক।

উল্লেখ্য, আশাশুনিতে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সচেতন না হয়ে সবাই প্রশাসনকে ফাঁকি দিতে দেখা যাচ্ছে। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়া গতবছরের মত লকডাউনে কঠোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বলে শঙ্কিত উপজেলাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version