Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষা ও সচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে পৃথক দুইটি মামলায় ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্য বিধি ও সরকারি নিয়ম অমান্য করে দোকান খুলে রাখার অপরাধে আশাশুনি বাজারের ব্যবসায়ী আব্দুল মজিদকে ১০০০ টাকা ও জাহিদুল ইসলাম খোকনকে ১০০০ টাকা মুজিবর ধনীর ছেলে গোলাম মোস্তফাকে ৫০০ টাকা মোট ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তিনি সরকারি দিক নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করেন।এসময় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version