Site icon suprovatsatkhira.com

আরার গ্রামের পনি নিষ্কাশন ব্যবস্থা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির আরার গ্রামের পানিবন্ধী পরিবারের দুর্দশা লাঘবে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা করা হয়েছে। রবিবার (২০ জুন) সকালে পয়ঃ নিস্কাশনের ব্যবস্থা করেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। আরার গ্রামের ৫০ টি পরিবার গত ৩দিনের বিরতিহীন বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধার শিকার হয়।

পানিবন্ধী মানুষের দুর্দশার কথা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর কুল্যা ইউপি চেয়ারম্যান আবু বাসেত আল হারুন চৌধুরী রবিবার এলাকায় গমন করেন এবং মানুষের দুর্দশা দেখে মর্মাহত হন। এলাকার সমস্যা সমাধানের জন্য তিনি শ্রমিক নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এসময় ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বশির আহমেদ টুকু, আশরাফ উদ্দিন আলী, আফাজ উদ্দিন, জিয়াউল হক, রফিকুল ইসলাম ছোট্টু, মৌলভী আজিজুল ইসলাম মালি, রেজাউল হক মালি, আমিনুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version