Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক বিভাগ সেরা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক ও ক্লিনিকের সিএইচসিপি খুলনা বিভাগের ১৬৮১টি ক্লিনিকের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (১মে) বেলা ১১টায় সিভিল সার্জন অফিস কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের এক মতবিনিময় সভায় ডা. রাশেদা সুলতানা, পরিচালক (স্বাস্থ্য), খুলনা বিভাগ এর পক্ষে এ পুরস্কার দেবীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধের নিকট প্রদান করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হোসাইন শাফায়াত। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা সহ জেলার সকল কর্মকর্তাবৃন্দ।

দেবীপুর কমিউনিটি ক্লিনিকের এ সাফল্যে স্বাস্থ্য বিভাগের সকল কমকর্তা-কর্মচারীবৃন্দ সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন এবং ক্লিনিকের ও সিএইচসিপির উত্তরোত্তর সফলতা কামনা করেছেন। উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেবীপুর কমিউনিটি ক্লিনিক রোগীদের কমিউনিটি ক্লিনিকমুখী করার জন্য বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কার্যক্রম, সিজি ও সিএসজি গ্রুপের সক্রিয়তা, ক্লিনিকের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এর সঞ্চিত অভিজ্ঞতা, উদ্যোগ, পরিকল্পনা, উদ্ভাবনী চিন্তাধারা ও ক্লিনিকের উন্নয়নে সকলের সহযোগিতার জন্যই আজ ক্লিনিকটি মডেল ক্লিনিকে পরিণত হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version