মে ২৬, ২০২১
শ্যামনগরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত তলিয়ে গেছে ঘরবাড়িসহ গেছে কয়েক হাজার মাছের ঘের
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াস/যশ এর প্রভাবে সৃষ্ট অতি জোয়ারের চাপে উপকুলবর্তী ৪টি ইউনিয়ন প্লাবিত, ৫টি ইউনিয়ন আংশিক প্লাবিত। পানি বন্দী প্রায় ৬০ হাজার মানুষ, তলিয়ে গেছে হাজার হাজার বিঘা চিংড়ি ঘের ও ঘরবাড়ি। উপজেলার গাবুরা,পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী ও কৈখালী ইউনিয়ন সম্পুর্নভাবে প্লাবিত হয়েছে। আটুলিয়া, কাশিমাড়ী, নুরনগর, রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়ন আংশিক প্লাবিত হয়েছে। শ্যামনগর উপজেলার প্রায় ৭০টি গ্রামে জোয়ারের নদীর পানি প্রবেশ করেছে। 8,415,388 total views, 3,541 views today |
|
|
|