মে ২১, ২০২১
মা বিয়ের অনুষ্ঠানে: পুকুরে ডুবে দুই সন্তানের মৃত্যু
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা হরিশখালী গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মে) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা এলাকায় এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা চাচাতো দুই বোন। পানিতে ডুবে নিহত শিশুরা হলেন, গাবুরা ৯নং সোরা ওয়ার্ডের হরিশখালী গ্রামের মনিরুল গাজীর মেয়ে মুন্নী খাতুন (৪) ও শরিফুল ইসলামের মেয়ে জীম (৫)।তারা ব্রতী সংস্থার ৯নং সোরা পশ্চিমপাড়া যখন যেখানে নামের পাঠশালাতে শিশু শ্রেণীর ছাত্রী। স্থানীয় মুনছুর মালী জানান,পদ্মপুকুর পাখিমারা গ্রামে সাইফুল গাজীর ছেলে সবুজ তাদের আত্মীয় হন। চাচা সবুজের বিয়ের অনুষ্ঠানে যায় দুই পরিবার। বিয়ের গোসল করানোর সময় দুই বোন একত্রে সবার অজান্তে পুকুরের পানিতে নেমে পড়ে। বিয়ের অনুষ্ঠান নিয়ে আনন্দে মাতোয়ারা দুই শিশুর মা বাবার মনে হয়নি তাদের সন্তান পাশে নেই। আনন্দঘন পরিবেশ যখন শিথিল হয়ে আসে তখন মনে পড়ে জীম মুন্নীর কথা। শুরু হয় খোঁজাখোজি। বহু খোজাখুজির পর কেউ একজন পুকুরে শিশুদের জুতা ভাসতে দেখে সবাইকে জানায়। পুকুরের পানিতে বাড়ির সবাই তল্লাশী শুরু করে। এক পর্যায়ে মুন্নী ও জীমকে উদ্ধার করা হয়। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেন। এই ঘটনায় তাদের অকাল মৃত্যুতে দুইটি পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্ধ্যায় শিশুদের লাশ দাফন করা হয়। 8,643,151 total views, 8,150 views today |
|
|
|