মে ২৮, ২০২১
পদ্মপুকুর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও দুর্গত এলাকায় সাইক্লোন শেল্টারে অবস্থান করা মানুষের সাথে মতবিনিময় করছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। শুক্রবার (২৮ মে) বেলা ৩ টায় পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের সাথে কুশল বিনিময় করে দ্রæত বেড়িবাঁধ নির্মাণের জন্য আশ্বাস প্রদান করেন বিভাগীয় কমিশনার । ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের কাজ পরিদর্শন শেষে বিভাগীয় পদ্মপুকুর ইউনিয়নের ৪৮ নং ঝাঁপা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণকারীদের মাঝে চাউল,শিশু খাদ্য,শুকনা খাবার,পানি ও অনন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেন, অতি দ্রæত উপক‚ল এই এলাকার মানুষের এই দুঃখ দুর্দশা শেষ হবে বলে মনে করছি। আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি,আপনাদের সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। অচিরেই টেকসই বেড়িবাঁধ ও সুরক্ষিত উপক‚ল নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিনুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আতাউর রহমান, উপজেলা ওসিসি (প্রোগ্রাম অফিসার) প্রণব বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ। 8,642,644 total views, 7,643 views today |
|
|
|