মে ২৫, ২০২১
তালায় দলিত নারীদের আর্থিক সহযোগীতা প্রদান
তালা প্রতিনিধি: দলিত জনগোষ্ঠির নারীদের ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করার লক্ষ্যে তালায় উপকারভোগী ১০জন নারীকে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এউপলক্ষ্যে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত হজনগোষ্ঠির অধিকার আন্দোলন’র আয়োজনে এবং নাগরীক উদ্যোগ ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগীতায় মঙ্গলবার (২৫ মে) সকালে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা কার্যলয়ে প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্কীল ট্রেনিং অন স্মল বিজনেস ইনিশিয়েটিভ শীর্ষক প্রশিক্ষনে সভাপতিত্ব করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচাল ক জয়ন্তী রানী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার সুমনা শারমীন, বিডিইআরএস এর জেলা সভাপতি দিলিপ কুমার দাস এবং সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. এনামুল হক। জুয়েল সরকারের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে অলোক দাস ও মধু দাস সহ উপকারভোগী পিছিয়ে পড়া নারী সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষন শেষে উপকারভোগী ১০জন দলিত নারীর প্রত্যেককে ক্ষুদ্র ব্যবসার জন্য ৪ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। 8,605,131 total views, 13,010 views today |
|
|
|