মে ২৭, ২০২১
এমপি রবির সাথে সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিশেষ মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টায় শহরের চায়না বাংলা কনফারেন্স রুমে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ মতবিনিময় সভায় বর্তমান করোনা পরিস্থিতি, ঘূর্ণি ঝড় ইয়াসসহ সাংগঠনিক বিষয় এবং সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন আলোচনা করা হয়। করোনা সংক্রমণ রোধে, ঘূর্ণি ঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এমপি রবি। বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদস্য সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কওছার আলী গাজী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম ও জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। এসময় সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 8,415,361 total views, 3,514 views today |
|
|
|