মে ২৯, ২০২১
হাড়দ্দহে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ উঁচু করে সংস্কার করা হবে-এমপি রবি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ঘূর্ণি ঝড় ইয়াস’র প্রভাবে ইছামতি নদীর প্রবল জোয়ারে প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হাড়দ্দহা’র ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শনিবার (২৯ মে) দুপুরে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের হাড়দ্দহা গ্রামের কয়েকটি পয়েন্টে ক্ষতিগ্রস্ত ও ঝুকিপূর্ণ এবং ভাঙনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ এলাকা ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন এমপি রবি। এসময় তাৎক্ষনিক সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে হাড়দ্দহা’র ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ ৩ ফুট উঁচু করে দ্রæত সংস্কারের নির্দেশ দেন। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে এলাকার মানুষ যেন আর ক্ষতিগ্রস্ত হয়ে কষ্ট না পায়। আমার এলাকার মানুষ পানিবন্দী হয়ে কষ্ট পাবে আমি তা সইতে পারবোনা। এলাকার মানুষের সুপীয় পানির জন্য ২টি ডিপ টিউবওয়লে নির্মাণের আশ^াস দেন এমপি রবি। ঘূর্ণি ঝড় ইয়াসের প্রভাবে কয়েকটি পয়েন্টে বাঁধ ভেঙে ও ওভার ফ্লো হয়ে হাড়দ্দহা গ্রামে পানি প্রবেশ করেছে। জোয়ারের পানিতে ফসলী জমি, মৎস্য ঘের ও বসত বাড়ির ক্ষতি হয়েছে।’ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভোমরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল গণি, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান আলিম ও পলাশ প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 8,415,107 total views, 3,260 views today |
|
|
|