মে ২৬, ২০২১
হাড়দ্দহা বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত: ক্ষতিগ্রসস্ত এলাকা পরিদর্শনে এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় প্রলংকারী ঘূর্ণি ঝড় ইয়াস’র প্রভাবে ইছামতি নদীর প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে হাড়দ্দহা গ্রাম। ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ণ এবং ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ পরিদর্শণ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বুধবার (২৬ মে) বিকালে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাড়দ্দহা গ্রামে ৫টি পয়েন্টে ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ণ এবং ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ এলাকা ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। এসময় তাৎক্ষনিক সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে হাড়দ্দহা’র ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দেন। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে এলাকার মানুষ যেন ক্ষতিগ্রস্থ না হয়। ঘূর্ণি ঝড় ইয়াস’র প্রভাবে জোয়ারের পানিতে ইছামতি নদীর বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে বেড়ি বাঁধ ছাপিয়ে পানি গ্রামের ভিতর প্রবেশ করলে এলাকাবাসী তৎক্ষণাত বাঁধ সংস্কার করে পানি বন্ধ করে। পরে আরো ১টি পয়েন্টে বাঁধ ভেঙ্গে হাড়দ্দহা গ্রামে পানি প্রবেশ করেছে। জোয়ারের পানিতে ফসলী জমি, মৎস্য ঘের ও বসত বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। 8,415,260 total views, 3,413 views today |
|
|
|