মে ২০, ২০২১
সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের পাকাপুলের উপর ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা শাখার সভাপতি মরিয়ম কেয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্ত, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল, হেড‘র তরিকুল ইসলাম অন্তর, প্রথম আলো বন্ধু সভার সহ-সভাপতি রবিউল ইসলাম, পথিক চন্দ্র দাস, সাংবাদিক রঘুনাথ খাঁ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়মের প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদন রোজিনা ইসলাম নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশপাশি দুর্নীতিবাজদের রোষানলে পড়েছেন। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি সরকারি টাকা আত্মসাতের বিষয়টি ক্রমশঃ প্রকাশ পাওয়ায় উপসচিব কাজী জেবুন্নেছাসহ অনেকেই প্রতিশোধের অপেক্ষায় ছিলেন। তারই জের ধরে সচিবালয়ের মধ্যে রোজিনা ইসলামের উপরি চোরের তকমা লাগিয়ে ছয় ঘণ্টা আটকে রেখে তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। তার উপর নির্যাতনের দাগ যাতে হাসপাতালের খাতায় না ওঠে সে জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর পর রিমান্ড আবেদন জানানো হয়েছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘনের কাজ। রোজিনা ইসলাম নয়, জেলায় জেলায় দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের স্বার্থ ক্ষুন্নকারি সাংবাদিকরা কখনো প্রশাসন আবার কখনো রাজ নৈতিক নেতা আবার কথনো আমলাদের হামলার শিকার হয়ে জেলে গেছেন। ক্রমাগত এ হামলা ও মামলার ঘটনায় সাংবাদিকরা অসহায় হয়ে পড়েছে। এসবের প্রতিকার পেতে রোজিনা ইসলামকে সামনে রেথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যহত রাখতে হবে। অবিলম্বে রোজিনা ইসলামকে জামিনে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তির দাবি জানান। একইসাথে দুর্নীতিবাজ জেবুন্নেসাকে বরখাস্ত, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও তার অবৈধ সম্পদের তদন্তের দাবি জানানো হয়। 8,402,052 total views, 471 views today |
|
|
|