নিজস্ব প্রতিনিধি: সংবাদপত্র সমাজের আয়না, আর সাংবাদিকরা সেটি স্বচ্ছ রাখার জন্য সর্বদা তৎপর থাকেন। পুলিশও জনগণ ও রাষ্ট্রের কল্যাণে সর্বদা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক এবং পুলিশ একসাথে কাজ করলে রাষ্ট্র এগিয়ে যাবে। তাই দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি কালিগঞ্জ থানাকে দালালমুক্ত করতে চাই। কোন দালালকে থানা এলাকায় দেখতে চাই না। যে কোন মানুষের সহযোগিতায় জন্য আমার অফিস সবসময় খোলা রয়েছে। মঙ্গলবার (৪ মে) বেলা ১২ টার দিকে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, হানাহানি, চাঁদাবাজি, কোন প্রকার অপরাধ দেখলে পুলিশ অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সদস্য আফজাল হোসেন, জামাল উদ্দিন, সাংবাদিক মাসুদ পারভেজ, হাবিবুল্ল্যাহ বাহার, শিমুল হোসেন প্রমুখ। প্রসঙ্গত, গত ২ মে মো. গোলাম মোস্তফা কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান। এর আগে তিনি খুলনার তেরখাদা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।