Site icon suprovatsatkhira.com

সরকারের উপকূলবর্তী অঞ্চলে টেকসই বেড়ি বাঁধ নির্মাণ পরিকল্পনা রয়েছে :সাতক্ষীরা জেলা প্রশাসক।

আশাশুনি প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জিআর এর চাউল বিতরণ করেছেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। চাউল বিতরণকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, প্রায় প্রতিটি দূর্যোগেই উপকুলবর্তী প্রতাপনগর নদী ভাঙনে বার বার প্লাবিত হয়। ইতিমধ্যে বাঁধ মেরামতের জন্য দ্রæত পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অতিদ্রæত বাঁধের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে তারা আমাকে আশ^স্ত করেছে। ভবিষ্যতে সরকারিভাবে উপকূলবর্তী অঞ্চলে মজবুত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইয়াসের তান্ডবে বাধ ভেঙে প্লাবিত মানুষ এবং এক বছর পূর্বে সুপার সাইক্লোন আম্ফানে চরম বিপন্ন প্রতাপনগর ইউনিয়নের হাজার হাজার মানুষ খাদ্য সংকটসহ ঘরবাড়ি ও নানা সমস্যা জর্জরিত হয়ে রয়েছে।

সরকারি ভাবে পরিবার প্রতি ১০ কেজি করে জিআর এর সাড়ে ২২ টন চাউল ২২৫০ পরিবারের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দিয়েছে। আরও প\য়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। শনিবার (২৯ মে) বিকালে তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version