Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে খাল ভরাট করে ঘর নির্মাণ পানি সরবরাহের পথ বন্ধ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে খাল ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সূত্রমতে জানাযায় উপজেলার নুরনগর ইউনিয়নের দূরমুজখালী গ্রামের আব্দুর রহিমের পুত্র রুহুল আমিন জোরপূর্বক খাল দখলকরে দোকান তৈরী করেছে। যার ফলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশংকা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে এই অঞ্চলের ব্যাপকভাবে জলাবদ্ধতা দেখা দিলেও এই খাল দিয়ে পানি সরবরাহ হওয়ার কারণে কিছুটা রেহাই পেলেও তা একেবারে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অবৈধ খাল ভরাটের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের যোগসাজশ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তহশিলদার এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা তাকে বলেছি কিন্তু তারা শোনেনি। বিষয়টি নিয়ে রুহুল আমিন এর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি অন্য মানুষকে দিয়ে ফোন রিসিভ করান।এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ এর সাথে কথা হলে তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না,এখনই খবর নিচ্ছি। কেহ অবৈধভাবে খাল দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version