মে ৯, ২০২১
বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনীর সংগঠক বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র মেজো চাচা প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলী’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (৮ মে) রাত ৯টা ৪৫ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেছেন। রবিবার (৯ মে) বাদ যোহর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এর আগে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। নাজাজে জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলী’র মরদেহে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মরহুমের ভাতিজা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। নামাজে জানাযা শেষে মরহুমের মরদেহ শহরের মুনজিতপুরস্থ পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় নামাজে জানাযায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, সাপ্তাহিক ইচ্ছেনদী’র চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশেম উদ্দিন হিমেল, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, আইনুল ইসলাম নান্টা, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, মীর হাবিবুর রহমান বিটু, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দীপসহ জেলার বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। 8,415,384 total views, 3,537 views today |
|
|
|