Site icon suprovatsatkhira.com

দেয়াড়ার ফজুর মোড় থেকে পারখাজুরা ঘাট পর্যন্ত রাস্তাতার বেহাল দশা

দেয়াড়া, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি বর্তমানে চলাচলের চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাটির রাস্তাটি মাটি বহনকারী ট্রাক্টর টলি চলাচল করে নষ্ট করে দিয়েছে। কোথাও কোথাও খানা খন্দকের সৃষ্টির হওয়ায় রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। শুকনো মৌসুমে ধুলা বালি ও বষার মৌসুমে কাদা মাটি। হঠাৎ দেখলে যে কারোরই মনে হবে রাস্তাটি যেনো ধান রোপণের জমি। বোঝার উপায় নেই যে এটি রাস্তা বা অন্যকিছু। এলাকাবাসি জানায়, এলাকার এক মাত্র জনভোগান্তির নামই এই রাস্তাটি। চলাচলের অনুপযোগী হওয়ায় রাত হলেই আতঙ্কে থাকে এ গ্রামের মানুষ। অসুস্থ হলে হাসপাতালে যাওয়ার বিকল্প কোন রাস্তা নেই। মুমূর্ষ রোগীদের কষ্টের কোন শেষ নেই। ডিজিটাল বাংলাদেশ থেকে পিছিয়ে এই গ্রামের মানুষ। নজরে নেই জনপ্রতিনিধিদের এই রাস্তাটি। মাটির রাস্তাটি দুরত্ব ফজুর মোড় হইতে পারখাজুরা ঘাট শাড়ে তিন কিলোমিটার।

রাস্তাদিয়ে দিন রাত হাজার হাজার লোকজন চলাচল করে থাকে। রাস্তাটি কেটে যে যার মত ব্যবহার করছে সুবিধামত। কেউ বা বাড়ির আঙ্গিনা ও ঘরের চাল দখল করেছে রাস্তার কোন কোন অংশ। এসব স্থান দিয়ে গরুরগাড়ি বা ভ্যান যাতায়াতে সমস্যায় পড়তে হয়। এলাকাবাসি জানায়, যাতায়াত ব্যবস্থা না থাকায় বেকার উদ্যোক্তা খামারী মৎস্য চাষী মুরগির খামারী সব উদ্যোক্তা লসের ঘানি টানছে বছরের পর বছর ধরে। ফলে পিছিয়ে যাচ্ছে এলাকার কৃষিসহ অর্থনৈতিক উন্নয়নের সকল কার্যক্রম। এলাকার সার্বিক উন্নয়নসহ জন দুর্ভোগ লাঘবে রাস্তাটি পাকা করণ অতি জরুরী। যথাযথ কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি, রাস্তাটি নিয়ে ভেবে দেখবেন কি?

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version