Site icon suprovatsatkhira.com

কাশিয়াডাংগায় বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: খলিষখালীর কাশিয়াডাংগা বøাড ব্যাংকের উদ্যেগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বস্ত্র এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) কাশিয়াডাংগা বøাড ব্যাংকের উদ্যেগে পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে ও চলমান লকডাউন পরিস্থিতির কারনে গভীর রাতে অসহায় ও দুস্থ পরিবারের বড়ীতে বাড়ীতে এ বস্ত্র ও ঈদ সামগ্রী পৌছে দেয়া হয়। এসময় বøাড ব্যাংকের পরিচালক মনিরুজ্জামান মনি বলেন, দীর্ঘ এস মাস সিয়াম সাধনার পর সামনে ঈদ আসছে। করোনার ভাইরাসের কারনে সরকারের নির্দেশে লকডাউন চলছে। এজন্য অনেকে কাজ হারিয়ে ঘরে বসে আছে। আর ঈদ মানে ধনী গরীব সবার। অনেকে আছে এই ঈদে নতুন পোশাক কিনতে পারছে না। তাই তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের কাশিয়াডাংগা বøাড ব্যাংকের এ উদ্যোগ। তিনি আরো বলেন, আগামীতেও কাশিয়াডাংগা বøাড ব্যাংকের কর্মীরা অসহায় পরিবারের পাশে দাঁড়াবে। এছাড়া এ সংগঠনকে যারা সহায়তা করেছেন তিনি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় কাশিয়াডাংগা বøাড ব্যাংকের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক সাকিব মোল্লা, উপদেষ্টা রিপন মোল্লা, এছাড়া বøাড ব্যাংকের সদস্য গ্রাম ডা. কামরুল ইসলাম, তপন মন্ডল, মিঠু মোড়ল, সাইফুল , একরামুল, সাইফুল, পিন্টু মোল্লা, শাহিনুর সরদার, রুলামিন, সালমান, সাঈদ, প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version