Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ওসির মত বিনিময়

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে নবাগত ওসির সাথে সাধারণ জনগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১ টার সময় চাম্পাফুল ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা। চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে উপস্থিত সকলে মুক্ত আলোচনায় মিলিত হন। চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল বলেন, আপনি দালাল, বাটপার প্রশ্রয় না দিলে চাম্পাফুল ইউনিয়নবাসী আপনার সর্বাত্মক সহযোগিতা করবে এবং আপনার সহযোগিতা পেলে চাম্পাফুল ইউনিয়ন অচিরেই আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করবে। প্রধান অতিথি নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দালাল মুক্ত থানা গড়তে চাই, আমি দালাল প্রশ্রয় তো দুরের কথা ঐ শব্দটির সাথে পরিচিত হতে চাই না। সরকার আমাকে বেতন দিয়ে জনগণের সেবা করার জন্য পাঠিয়েছেন আর আমি বা আমরা সেটাই করতে চাই। সাধারণ জনগণের জন্য আমার দার সবসময় খোলা। যার কাজ সেই যদি আসে তাহলে আমি খুশি হব।

তিনি আরো বলেন, আপনারা কাজের জন্য টাকা দিয়ে দালাল পাঠাবেন না। চাম্পাফুল ইউনিয়নের মাদক, চাঁদাবাজি, দালাল, চোর বাটপার চিহ্নিত করে আমার সহযোগিতা চাইলে আমি অবশ্যই আশানুরূপ ব্যবস্থা করব। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, এসআই সিহাব, চাম্পাফুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুনছুর আলী, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুর রহমান, সহ সভাপতি ডা. বিশ্বনাথ সরকার, কোষাধক্ষ্য বাপ্পী সরকার, ইউপি সদস্য সাইলুজ্জামান খান, গোলাম কাইয়ুম, আবুবকর গাইন, আবুবকর সরদার, ঠাকুর দাশ সরকার, শ্যামলী সরকার, মোশারফ হোসেন বাজার কমিটির সেক্রেটারি মো. আব্দুস সালাম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version