বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গাঁজা চাষের অভিযোগে আবু তালেব সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাঁর বসত বাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয়েছে থেকে ৬ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ। আটক আবু তালেব সরদার উপজেলার খাসপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১ মে) দুপরে আটক আবু তালেব সরদারকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খাসপুর গ্রামের আবু তালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির উঠান থেকে ছয় ফুট উচ্চতার একটি গাঁজা গাছ জব্দ এবং গাঁজা চাষী আবু তালেবকে আটক করা হয়। এঘটনায় আটক আবু তালেবকে আসামি করে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা (নং-০১) দায়ের করা হয়েছে।