মে ২০, ২০২১
এমপি রবির বিশেষ অনুরোধে নাভারণ-সাতক্ষীরা রেল লাইন নির্মাণে বিনিয়োগে আগ্রহী জার্মানী
মাহফিজুল ইসলাম আককাজ : যশোর নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত রেল লাইন নির্মাণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে রেল ভবনে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ। এ সময় বাংলাদেশের রেল লাইন উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ সাতক্ষীরায় এসেছিলেন সেময় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তাকে সাতক্ষীরা টু নাভারণ রেল লাইন নির্মাণে জার্মান সরকারের বিনিয়োগের আহবান জানান। এসময় জার্মান রাষ্ট্রদূত এমপি রবিকে আশ্বস্ত করেছিলেন এবং বিনিয়োগে আগ্রহের কথা জানান। তারই পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা নাভারণ রেল লাইন নির্মাণসহ একইসঙ্গে বাংলাদেশ রেলওয়েতে জার্মান বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতেও আগ্রহী বলেও জানান। বিশেষ করে রেলওয়েতে যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরায় রেল লাইন নির্মাণ হতে যাচ্ছে। 8,415,377 total views, 3,530 views today |
|
|
|