Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জলবায়ু পরিবর্তন, ইনজুরি প্রিভেন্সান, ফুড সেপ্টি ও ফুড হাইজিন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিস। কর্মশালায় অংশগ্রহণ করেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও হোটেল মালিক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত বলেন- মহামারীর এই দিনে সমগ্র জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের কর্মতৎপরতায় জাতি স্বাস্থ্যবান হবে। স্বাস্থ্য সুরক্ষায় এলকার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উঠান বৈঠক ও স্কুল পর্যায়ে এমনকি যখন যেখানে সুযোগ পাবেন সেখানেই সাধারন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবেন। খাদ্য বাজারজাতকরণ, সংরক্ষণ ও উৎপাদনে সব দিকে খেয়াল রাখতে হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. পুলক চক্রবর্ত্তী ও ডা. সাইফুল আলম। এসময় উপস্থিত ছিলেন ডা. বুশরা নওরিন, ডা. দীপন বিশ্বাস স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল বিভাগের প্রধানগন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version