মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের নেবাখালী গ্রামে ২টি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) বেলা ১১টায় নেবাখালী নারিকেল বাগান মক্তব মোড় ও পরানদহা বাজার উত্তর নেবাখালী মোড় এলাকায় আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা দু’টির নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, আলিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুর রউফ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, মহসীন, নির্মাণ কাজের ঠিকাদার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
আগরদাঁড়ি ইউনিয়নের নেবাখালী নারিকেল বাগান মক্তব মোড় রইচপুর ব্রিজ ভায়া দত্তডাঙ্গা রোড ১কিঃ মিটার কার্পেটিং রাস্তা ৮৭ লক্ষ ২২ হাজার ২শ’১৫ টাকা ব্যয়ে এবং পরানদহা বাজার (নেবাখালী নারিকেল বাগান) উত্তর নেবাখালী খোকন স্মৃতি জিপিএস দেড় কিঃ মিটার কার্পেটিং রাস্তা ১ কোটি ১৬ লক্ষ ৮শ’৪৬ টাকা ব্যয়ে কার্পেটিং রাস্তা আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে এ কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে।’ এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।