মে ৬, ২০২১
স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত কলারোয়ার চতুর্থ বর্ষে পদার্পন
![]() ডেস্ক রিপোর্ট : মাত্র ১০ জন বন্ধু মিলে তিন বছর আগে যাত্রা শুরু করে আলোকিত কলারোয়া। সংগঠনটি তিন বছর পূর্ণ হয়ে (৬ মে) চতুর্থ বর্ষে পদার্পন করেছে। চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে সংগঠনের কার্য্যালয়ে সীমিত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বিগত তিন বছরে আলোকিত কলারোয়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, গরীব অসহায় রোগীদের চিকিৎসায় অর্থনৈতিক ভাবে সাধ্যমতো অংশগ্রহণ করতে, সবুজ কলারোয়া গড়তে গাছের চারা লাগাতে, ছাত্র এবং যুব সমাজের নৈতিক ও একাডেমিক উন্নয়নের জন্য কাজ করতে, বেকার কর্মঠ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। আলোকিত কলারোয়ার সাধারন সম্পাদক আবুল খায়ের বলেন, আমরা চাই কলারোয়ার সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করতে। কলারোয়াকে আলোকিত করার এই মিশনে সকলে আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন এই প্রত্যাশা করছি। 6,853,738 total views, 1,543 views today |
|
|
|