মে ২৬, ২০২১
সাতক্ষীরায় সিআইডির মোটর সাইকেল ছিনতাই ঘটনার রহস্য উন্মোচন
সাতক্ষীরা থানাধীন শিবপুর ইউনিয়নের রাখালতলা নামকস্থানে গত ইং- ২২/০৬/২০২০ তারিখ দিবাগত রাত্রে অজ্ঞাতনামা ব্যক্তিরা দুইটি মোটর সাইকেল ছিনতাই সহ মোটর সাইকেলের মালিকদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সংক্রান্তে মামলা রুজু হওয়ার পর সিআইডি সাতক্ষীরা মামলার তদন্তভার গ্রহণ করেন। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মামলাটি তদন্ত করে মূল রহস্য উৎঘাটন সহ আসামিদের পরিচয় নিশ্চিত হন। আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর গত ইং- ২২/০৫/২০২১ তারিখ সিআইডি সাতক্ষীরার অফিসার ও ফোর্সগন বিশেষ পুলিশ সুপার সিআইডি, সাতক্ষীরার দিক নির্দেশনা ও প্রযুক্তির সাহায্য নিয়ে আসামি আতাউর রহমান বাবলু, পিতা- মোজাম্মেল হক সরদার, সাং- ডুমুরতলা, থানা ও জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়ার তথ্য অনুযায়ী এই ঘটনার অন্যতম সহযোগী রফিকুল ইসলাম, পিতা- সুলতান দালাল, সাং- মুকুন্দপুর, থানা ও জেলা- সাতক্ষীরাকে ইং- ২৫/০৫/২০২১ তারিখ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে তার অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করে। মামলার লুণ্ঠিত মোটর সাইকেল উদ্ধার ও অন্যান্য জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। ধৃত আসামীরা একাধিক ডাকাতী সহ অন্যান্য মামলার আসামি বলে জানা যায়। আজ সিআইডি সাতক্ষীরা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ মামলা উৎঘাটনের বিষয়ে ও তদন্তের বিভিন্ন দিক তুলে ধরে প্রেস ব্রিফিং করা হয় (প্রেস বিজ্ঞপ্তি)। 6,254,646 total views, 3,713 views today |
|
|
|