Site icon suprovatsatkhira.com

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে আশাশুনিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে নির্যাতন, মিথ্যা মামলায় জেলে প্রেরণের প্রতিবাদে তার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে আশাশুনি প্রেসক্লাব। বুধবার (১৯ মে) দুপুরে আশাশুনি প্রেসক্লাবের সামনের সড়কে ক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সমীর রায়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবীব, সহসভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সিনিয়র সাংবাদিক সচ্চিদানন্দ দে সদয়। সাংবাদিকদের দাবিতে একাত্মতা পোষণ করে মানববন্ধনে যোগ দেন জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, আশাশুনি শাখার সভাপতি অনিল কৃষ্ণ মÐল, সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ সমিতির শতাধিক সদস্যবৃন্দ। বক্তারা বলেন- দুর্নীতিবাজ উপসচিব জেবুন্নেছা সাংবাদিক রোজিনা ইসলামের গলা টিপেননি। তিনি জাতির বিবেকের গলা টিপে হত্যা করতে চেয়েছেন। কিন্তু যতদিন রোজিনার মত সাংবাদিকরা রয়েছেন ততদিন দুর্নীতিবাজ, চোর, লুটেরাদের বিরুদ্ধে কলম চলবে। আমরা জেবুন্নেছাসহ যারা রোজিনাকে নির্যাতন করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version