মে ২৩, ২০২১
সফল আমচাষী কালিগঞ্জের ফেরদাউস
![]() মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউপি সদস্য ও জিকেবিএসপি প্রকল্পের চাষী ফেরদাউল মোড়ল গড়ে তুলেছেন একটি মনোমুদ্ধকর আম বাগান। তার বাগানের প্রতিটি গাছে ঝুলছে আম। আশে-পাশের বিভিন্ন ইউনিয়নের গাছ প্রেমিরা তার বাগানে আসছে আম দেখতে। আম চাষী ফেরদাউস মোড়ল জানান, দীর্ঘদিন থেকে আমের বাগান করার জন্য স্বপ্ন দেখতাম। সেই ভাবনা থেকে ১০ বিঘা জমিতে অন্য ফলের পাশাপাশি ৪৭০ টি সীতাভোগ আম গাছ রোপন করি। আমার প্রতিটি আম গাছে ৩০ থেকে ৩৫ কেজি আম ধরেছে। আমি আশা করছি এ বছরের চাইতে আগামি বছর আরও বেশি আম পাবো। এবছর আম খুব একটা ভালো না হলেও এলাকার অন্য চাষীদের তুলনায় আমার আম বেশি হয়েছে। আমাদের এই অঞ্চলের জমি আম চাষের জন্য বেশ উপযোগী। অন্য ফল চাষের পাশাপাশি আম গাছ রোপন করলে অল্প সময়ে বেশি লাভবান হওয়া যাবে জানান এই চাষী। তিনি আরও বলেন, আম চাষ করে প্রান্তিক আম চাষীরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিকল্পিতভাবে আম চাষ করলে লাভবান হবে। চাষী নিজেও সাবলম্বী হবেন ও দেশের পুষ্টি চাহিদা যোগান দিতে সক্ষম হবেন। আমাদের সাতক্ষীরার আমের যথেষ্ঠ সুনাম আছে। এই সুনাম ধরে রাখতে হলে উযুক্ত আম পাকার সময় না হলে আমি কোন ব্যবসায়ীর কাছে আম বিক্রি করবো না। 6,208,210 total views, 3,341 views today |
|
|
|