Site icon suprovatsatkhira.com

সদর ইউএনও দেবাশীষ চোধুরীকে গাছের পাঠশালার পক্ষে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরীকে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাষক পদে পদোন্নতি জনিত বদলির কারনে গাছের পাঠশালা ও সমাজের আলোর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে । মানবজমিনের জেলা প্রতিনিধি ও গাছের পাঠশালার প্রতিষ্ঠাতা সাংবাদিক ইয়ারব হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সদ্য পদোন্নতি প্রাপ্ত নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চোধুরী মহোদয়কে ফুল গাছ দিয়ে বরণ করে নেন মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেন। এ ছাড়াও গাছের পাঠশালার পক্ষ থেকে বিলুপ্ত প্রজাতির চারটি গাছ উপহার দেওয়া হয়। উক্ত সংবর্ধনা প্রদানকালে সাংবাদিক শাহিনুর রহমানের সঞ্চলনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সাতক্ষীরা সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা কিরণময় সরকার, তুজুলপুর কৃষি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমেন্দ্র নাথ ঘোষ, প্রভাষক আশরাফুল জ্জামান বাবলু প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আজহারুল ইসলাম সাদী- সাতক্ষীরা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, দৈনিক সুপ্রভাতের মাসুদ রানা মিঠু, আরিফ হোসেন, সজিব মন্ডল, নয়ন মন্ডল, প্রমুখ। সংবর্ধনা প্রদানকালে জনবান্ধন প্রকৃতি প্রেমিক প্রধান অতিথি দেবাশীষ চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাতক্ষীরার মানুষ সরল মনের তারা মানুষধকে ভালোবাসতে পারে। সাতক্ষীরার কোনো মানুষ আমাকে কষ্ট দেয়নি, কিন্তু আমার অজান্তে কোনো ভুল করলে সেটা ভুলে যাওয়ার অনুরোধ রাখছি। গাছের পাঠশালার পক্ষ থেকে প্রকৃতির মাঝে আমাকে যে সন্মান দেখানো হয়েছে সারা জীবন মনে রাখবো ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version