নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে পুশ করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা এবং সাথে থাকা মাছ নিলামে বিক্রয় করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার(১ মে) সকাল ১১ টায় উপজেলার বিড়ালক্ষীতে এই অভিযান পরিচালনা করেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল্লাহ। অভিযান পরিচালনা কালীন সময়ে মাছের মালিক সালাউদ্দিন কে না পাওয়ায় আড়তের কর্মচারী আলমগীর হোসেন এবং আবুল খায়ের কে ভোক্তা অধিকার আইন ২০১০ এর ৪২ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা এবং ৪০ কেজি মাছ বিনষ্ট করা হয়। এসময় একই স্থানে থাকা পুশ বিহীন ৩০ কেজি চিংড়ি মাছের মালিক আত্মগোপন করায় ভ্রাম্যমাণ আদালতে চিংড়ি মাছ নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, থানা পুলিশের এ এস আই তরিকুল ইসলাম সহ স্থানীয় মানুষেরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল্লাহ বলেন,এভাবে অপদ্রব্য পুশ করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্মান নষ্ট হতে দেওয়া যাবেনা। এসময় তিনি সকল ব্যবসায়ীদের মাছে পুশ বা অপদ্রব্য না মেশাতে অনুরোধ করেন।
শ্যামনগরে চিংড়ীতে পুশ জরিমানা আদায়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/