মে ১২, ২০২১
রমজাননগর-সোরা স্লুইচ গেটে ভাঙন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা
নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর:সোরা স্লুইচ গেটে ভাঙনের সৃষ্টি হয়েছে। এক জোয়ারে এলাকা প্লাবিত হয়ে পুকুর , মৎস্য ঘেরসহ ঘরবাড়ীর ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। দ্রæত সংস্কার করা না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এলাকাবাসী। সরজমিনে ও স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে জানা যায় , অত্র এলাকার কিছু স্বার্থ্যনেষী ব্যক্তি অর্থের লোভে ভারি জোয়ের সময় সবার অগাচরে উক্ত ¯স্লুইচ গেটের পাটা উঠিয়ে দেয়। ভারি জোয়ারের পানির ¯্রােতে ¯øুইট গেটের চারপাশের মাটি দিনের পর দিন সরে গর্তে পরিনত হচ্ছে। প্রতি বছর গেটটি ক্ষতিগ্র¯ত্ম হলেও পানি উন্নয়ন বোর্ড জোড়াতালি দিয়ে ¯øুইজ গেটটি সংস্কার করে। বুধবার সকালে ভারি জোয়ারের কারনে গেটটির পাঠা উল্টে যায়,যার ফলে মূহুর্ত্তের মধ্যে জোয়ারের পানি এলাকায় প্রবেশ করে ব্যাপক ভাবে ক্ষয়-ক্ষতি করে। বিষয়টি অত্র ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুনকে অবগত করলে তিনি তাৎক্ষনিক বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের এস,ও মাসুদ রানাকে অবগত করেন এবং ইউ,পি সদস্য শেখ জাহাঙ্গীর আলম , জি,এম, নূরুজ্জামান , সাংবাদিক মো. হুমায়ুন কবির , গ্রাম পুলিশসহ স্থানীয় ব্যক্তিদের নিয়ে স্লুইচ গেটের ভাঙন পরিদর্শনে উপস্থিত হয়ে সংস্কারের উদ্দ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এস,ও মাসুদ রানা বলেন , আমি বিষয়টি জানার পরে তাৎক্ষনিক ভাবে একশত পিচ বস্তা , লোহার পাটা ও কাচি দিয়ে দুই জন কর্মচারীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। স্লুইচ গেটটি স্থায়ী ভাবে সংস্কারের জন্য প্রচেষ্টা চলমান আছে। 8,643,843 total views, 195 views today |
|
|
|