মে ৩১, ২০২১
রমজাননগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আল মামুন । এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হায়াত আলী, প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ আব্দুল মাজেদ, মোঃ মহাসীন গাজী, মোঃ আব্দুল হামিদ লাল্টু, মোঃ ফারুক হোসেন, ইউপি সদস্যা মোছাঃ জয়নুর বেগম, মোছাঃ কুলসুম বেগমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় চেয়ারম্যান শেখ আল মামুন উপস্থিত সকলের সামনে ২ কোটি ৩৪ লক্ষ ৫৬ হাজার ৭৮১ টাকার বাজেট ঘোষনা করেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ট্রাক্স পরিশোধ করা , মাদক ও দূর্ণীতি মুক্ত ইউনিয়ন ও বাল্য বিবাহ রোধে সকলের সহযোগিতা কামনা করেন।
8,412,770 total views, 923 views today |
|
|
|