মে ৯, ২০২১
বীর মুক্তিযোদ্ধা (অবঃ) ক্যাপ্টেন মীর রিয়াসাত আলীর মৃত্যুতে এমপি রবির শোক
![]() নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনীর সংগঠক প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (৮ মে) রাত ৯টা ৪৫ মিনিটের সময় ঢাকাতে ইন্তেকাল তিনি করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলী’র মৃত্যুতে এমপি রবি বলেন, তিনি আমার আপন মেজো চাচা। তিনি বেশ কিছুদিন শারীরিক ভাবে অসুস্থ্য ছিলেন। আমি সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছিলাম। সাতক্ষীরাবাসীকে শোকের সাগরে ভাসিয়ে সবার প্রিয় প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলী চাচা আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি একজন দেশ প্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে তার জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এদিকে প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মীর রিয়াসাত আলী’র মৃত্যুতে সাতক্ষীরা’র বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।
6,222,707 total views, 770 views today |
|
|
|